হৃদয় জুড়ে দহন জ্বালা, পুড়ছে অবিরত
দূরের বৃক্ষ সবুজ দেখায়, যায় না দেখা ক্ষত।
মনাকাশে চন্দ্রগ্রহণ, পালায় আলোর দল
চোখসরোবর উছলে পড়ে, কেবল লবণ জল।
হৃদয় জুড়ে দহন জ্বালা, পুড়ছে অবিরত
পেটের ভেতর একটা উনুন, জ্বলছে চিতার মতো
পোষ না মানা ব্যথার মতো, দুরন্ত সেই ক্ষিদে
ক্লিউপিডের তীর ধনুক খসে, বুকে এসে বিঁধে।
হৃদ তন্ত্রীর তানপুরাতে এলোমেলো সুর
বুকের খাঁচায় যায় না ধরা ব্যথার সমুদ্দুর।
গহন রাতের আঁধার থেকে ফেরার ইচ্ছা খুব
হয় না ফেরা, বারেবারে আগুন জলেই ডুব।
ফাগুন মাসে আগুন আভাস রূপকথাদের ভীরে
মনঘুড়িটা বিদ্ধ করে ক্লিউপিডের সেই তীরে
স্বপ্ন মরা কষ্ট কংকাল কাঁটার মতো বিঁধে
আয়ু ফুরায় ফুরায় না তাও ভালোবাসার ক্ষিদে।
১৭-০১-২০২১