ফেব্রুয়ারি, শহিদ মিনার, ভাষার লড়াই
আছে বলেই- বাঙালি আজ করছি বড়াই।
কিন্তু যারা রক্ত দিলো শহিদ হলো
তাদের জন্য আমরা কী আর করছি বলো?
একুশ এলেই ফুল ঢেলে দিই কয়েক তোড়া
ভোর না গড়াতেই সব খেয়ে নেয় দুষ্টু ঘোড়া।
কৃষ্ণচূড়ার রঙিন ডালে পাতার ফাঁকে
রক্তে ভেজা আত্মারা সব জমতে থাকে।
এক মুহূর্তের হুড়োহুড়ি দলের প্রভাব
দেখে কাঁদে বাঙালিদের ঐক্যের অভাব।
শহর জুড়ে গলির মোড়ে ঘুরে ঘুরে
ভিন্ন ভাষার গান শুনে যায় বেতাল সুরে।
চোখের জলে ছুঁয়ে ছুঁয়ে ফুলের ডালা
রৌদ্রে শুকায় বুলেটবিদ্ধ ক্ষতের জ্বালা।


আমাদের দায় আছে শোধতে শহিদের ঋণ
অনিয়মকে রুখতে হবে শর্তবিহীন।
কেবল না দিই প্রভাতফেরির ফুল বেদীতে
কেবল না খেই হারিয়ে ফেলি ভাবনদীতে
সবাই যেন দেশের স্বার্থে ঐক্য গড়ি
সবাই যেন বাংলা ভাষা সকল স্তরে চর্চা করি।
আগ্রাসনের ফাঁদে যেন আর না পড়ি
এসো ভাষার চেতনাকে মন মগজে লালন করি।
শহিদ মিনার, ভাষার লড়াই, ফেব্রুয়ারি
আন্তর্জাতিক ভাষা দিবস মর্যাদাটা আমাদেরই।
২৯-০১-২০২১