(একুশ শব্দে তবক দেয়া স্তবক)


চঞ্চল হরিণীর মতোন রক্তজবা গেঁথে রাখা-
একটি মেয়ে বেণীর দুপাশে
ভাতের আশায় ভালোবাসা বিকোতে
প্রতি সন্ধ্যায় সে মেয়েটি বকুল তলায় আসে।


ভাতের গন্ধ না পেলে, চোখের কাজল গলে
সন্ধ্যা নামার সাথে
মেয়েটির চোখে সারসের মতো প্রগাঢ়-
অন্ধকার নেমে আসে। তবুও সে হাসে।
১৪-০৩-২০২২