কলমের কণ্ঠস্বর আজ ভিজে আসছে
লজ্জা ঘৃণা আবেগ কোনোটাই নয়-
ব্যর্থতার ফেনায়িত হাহাকারে।
ঢেউয়ের পর ঢেউ ভাঙছে বোধের সাগরে


আমি অন্ধ হতে চেয়ে হতে পারিনি
বধির হতে চেয়ে হতে পারিনি
মুক হতে চেয়ে হতে পারিনি
সব শেষে মরতে চেয়েও মরতে পারিনি।


প্রবল প্রতাপে জেগে ওঠতে চেয়েও পারিনি জাগতে
দুমড়ানো মোচড়ানো খোলসের মধ্য হতে
জাগাতে চেয়েও পারিনি জাগাতে প্রতিবন্ধী বিবেক।
তাই নিষ্ফল কান্নায় ভিজে যাচ্ছে কলমের কন্ঠস্বর।


পত্রিকার পাতায় সুবর্ণচরে আবারও ধর্ষণের খবর!


নীরব রাখতে চেয়েও পারিনি রাখতে নীরব
দুই আঙ্গুলের ফাঁকে নির্লজ্জ কলম
ভেজা কন্ঠে আবারও লিখতে করলো শুরু
ধর্ষিত নারীর অবকৃষ্ট কবিতা; বলতে থাকলো
কেন গণতন্ত্র বার বার মরে, শস্যের সুবর্ণচরে!
৫-২-২০১৯