করোনা আগ্রাসী বৃশ্চিক সময়
ভীতির রাজত্ব, বিস্তর দূরত্ব দেহ থেকে দেহে
সস্নেহে তোমাকে না দেখার দীর্ঘ বিরতি চোখের
পাতায় আগের মতো ঝরায় না অশ্রুনীর
মাঝেমধ্যে মধ্যযামে নেমে আসে দুয়েকটি স্মৃতির তিতির।


স্মৃতিরা এমন যেন বহুদিন পর পরিচিত কারো উচ্ছ্বসিত মুখ
আনন্দাশ্রু ভেজা কারো মায়াময় চোখ!


অপেক্ষার ক্ষতে অজস্র ক্ষরণ-অতপর
ওরা জাগ্রত করে অমল অধর স্পর্শের অদম্য বাসনা-
উদ্বেলিত অন্তঃকরণ, চুলের ঘ্রাণ,
স্নায়ুতে কামুক আহবান জিইয়ে রাখে জীবন।


তথাপি কেমন শোণিতে শোণিতে অস্থিরতা
ভেতরে ভেতরে বহতা ভীষণ বিষণ্ণতা
পুষ্পগন্ধা পরিমল শরীরের তীব্র ক্ষুধা
রাক্ষসী ক্ষুধার রাজ্যে করোনার রৌরব রাজত্ব
জিহবায় তরল আগুন পুষে রাখি লাল!


এখন করোনাকাল
ভীতির রাজত্ব, বিস্তর দূরত্ব দেহ থেকে দেহে
ভীতিহীন প্রীতিময় সময়ের অপেক্ষায় পার হবে আর কতকাল?
১২-০৪-২০২০