নষ্ট সমাজ নষ্ট মানুষ কষ্ট দিচ্ছে রোজ
দরিদ্রের ধন কেড়ে সারে ধনীর ভুড়িভোজ।
ধনী আরো হচ্ছে ধনী নিঃস্ব আরো নিঃস্ব
ভোগবাদের মন্ত্রে গড়ছে অসাম্যের এক বিশ্ব।
গণতন্ত্র সমাজতন্ত্র মুখ লুকিয়ে কাঁদে
আমজনতা পা দিয়েছে ভোগবাদীদের ফাঁদে।
জীবন যখন ত্রাহি ত্রাহি মরি কিংবা বাঁচি
ভোট এলেই জোট করে ফের তাদের নিয়েই নাচি।
ভোগবাদীদের ভোজবাজিতে হারিয়ে যায় খেই
মনে জাগে তাদের ছাড়া বাঁচানোর কেউ নেই।
হুশ ফিরে সেই ভোটের পরে আবার খেলে লাথি
কষ্টের ঘানি টেনে টেনে ভাঙে বুকের ছাতি।
হা করে রই আকাশ পানে চাতক পাখির মতো
দুঃখের জীবন টানতে টানতে বাড়ে পিঠের ক্ষত।
এমন করেই যাচ্ছে জীবন কাটছে রাত্রি দিন
সাহস করে বাজায় না কেউ ভোগের প্রলয়বীণ।


জেগে ওঠো আমজনতা সময় যে নেই আর
বাঁচতে হলে ভেঙে ফেলো ভোগবাদীদের ঘাড়।
ভোগবাদীদের ভোজবাজিতে রাখো নিজের হুশ
নিঃশ্বাসে আজ করো বিশ্বাস তুমিও মানুষ।
মরার আগে ধরায় আনো সাম্য শান্তির দিন
কড়ায়-গণ্ডায় আদায় করো ভোগবাদের ঋণ।
২৩-১০-২০১৮