বাড়ির পিছে মেদিবিলে হোগলা পাতার ঘরে
চাঁদের কিরণ ঢেউ খেলে যায় একটু পরে পরে।
শালুক পাতায় ব্যাঙির পিঠে ব্যাঙা বসে চুপ
ছানা হারা ডাহুক পাখি পোড়ায় ব্যাথার ধূপ।
জলের খেয়ে জলের পরে ভাসে সাগরফেনা
জলকে বলে তুই তো আমার বড়ই অচেনা!
তবু দিলাম তোর বুকেতে শিশিরগুলো ঢেলে
জল হেসে কয়, বোকারে তুই শিশির কোথায় পেলে।
হাওয়ায় ভেসে দিনের শেষে তোর বুকেতে বসি
ঘুম চোখেতে চুম দিয়ে যায় রাতের স্নিগ্ধ শশী।
চাঁদের আদর পেয়ে বিবশ ঘুম জড়ানো চোখে
তোর বুকেতে খানিক লুটাই প্রেম কামনার সুখে।
খরায় জ্বলে মরা পাতায় জীবন দিয়ে তোকে
একটু বসে যাই চলে যাই আবার জলের বুকে।
আমার বুকেই জন্ম রে তোর কী করে যাস ভুলে
ভুল আনন্দে স্বার্থান্ধ তুই দেখনা চক্ষু খুলে।
৫-৪-২০১৮