সেদিনের পরিচয়;
বোঝে গেছো কদিনেই।
তোমাকে দেবার মতো
প্রমত্ত মদিরমত্ত এলিজাবেথ রোজ অথবা
চামেলির সুরভি আমার কাছে নেই।
প্রস্তর যুগের
সুকঠিন শিলা ভেবে
হাতুড়ি গাঁইতি যত-
জোরেই চালাও; বুক খুঁড়ে বড়োজোর
পাবে এখানে বিপুল ভুলের ভাস্কর্য!
পাথর নিংড়ানো
নির্যাসে মিটে না
তৃষ্ণা কারো; অধিকন্তু
বাড়ে তৃষ্ণা, বাড়ে মনের অসুখ
ভাস্কর্য বোঝার কজনেরইবা আছে
তেমন শিল্পীর চোখ?
১৬-১০-২০২১