ফিরে তো তোমাকে আসতেই হতো যতই যাও না দূরে
দেখো ছুঁয়ে এই আমি আছি তোমার সমস্ত সত্তা জুড়ে!


সেই তো এলে বড্ড দেরী করে এলে এখন আর নাই বেলা
ওপারে যাবার এসেছে ডাক গুটিয়ে নিয়েছি জীবনের খেলা।


থাকো সুখে চোখের জলে ভাসিও না যুগল হরিণী চোখ
আমাকে দেখার সাধ হলে দেখে নিও শ্যামল বাংলার মুখ।


মাটিতে মিশে যাওয়া দেহে গজাবে ঘনো সবুজ ঘাস
চোখ রেখো তাতে আমার দেখা পাবে ওইখানে বারোমাস।


ঘাসের শরীর যখন যাবে ভিজে শিশিরের জলে
শুয়ে থেকে ভূঁ’য়ে চুমু খাবো তোমার কোমল পদতলে।


শিহরি শিহরি শরীরে তোমার কাঁটা দেবে পৌষের শীত
মন্দ্রিত হবে চন্দ্রিমা দেহ ভুলে যাবে বেদনার সংগীত।
২১-০১-২০২০