দিনগুলো সব রাত হয়ে যায়
ভীষণ অমারাত্রি
আলো মাখি দুচোখ জুড়ে
তবু ভোরের যাত্রী।


সম্পর্করা যাচ্ছে গলে
স্বার্থের প্রখর তাপে
মনুষ্যত্বের পারদ নিচে
নামছে ধাপে ধাপে।


বোধের রেখা নিম্নগামী
বিবেক রাজ্যপাটে
শূন্যতার সব হাহাকারে
দিন-রজনী কাটে।


এখন যদি না ফিরে হুশ
সাম্য প্রীতির দিন
আর পাবো না ধরার ধুলায়
বাজবে প্রলয়বীণ।
০৬-০১-২০২১