দুয়ে দুয়ে পাঁচ না হলেও
প্যাচ লাগে যে কত
হাল আমলের হিসাব দেখে
বাড়ে মনের ক্ষত।
পরের কথা ভাল্লাগে না
ওপাশ ফিরে শুই
হাজার কথার ছলে নিজেই
এক কে করি দুই।
সামনে আরো জটিল অঙ্ক
ক্যামনে যাবে দিন
একে একে যোগ করে যে
বলতে হবে তিন!
গর্দানে তো একটাই মাথা
মাত্র দুটো হাত
তিনদুগুণে ছয় না বলে
বলতে হবে সাত।
যোগ বিয়োগের জটিল অঙ্কে
তর্ক নয় কো আর
হাসি মুখে বলে যাবেন
শুধু ইয়েস স্যার।
প্রোমোশনটাও জলদি হবে
বাঁচবে ঘাড় ও মাথা
কিসের হিসাব কিসের অঙ্ক
ধুত্তেরি সব ছাতা!
৩-১-২০১৯