এসো, যৌবনের নবদূত
নিষিদ্ধ পল্লী হেটেঁ
পায়ের ছাপে
কয়েক যুগের স্তূপ মুছে
চাকচিক্য ফুলের উত্তাপে।
ধ্রুপদী পৃথিবীর জঞ্জাল সরিয়ে
পরিয়ে দাও
সত‌্যের আবরণ
নষ্ট লীলার আয়োজন ভেঙে
গড়ে তুল
নির্মল আভাসন।
এই কন্ঠই আগামীর শ্লোগান
যোগান দেয়, মুক্তির বার্তা
অন্ধকার ছিড়ে ছিড়ে
বিলিয়ে দেয়
নিমীলিত চোখে আলোকবর্তীকা
চিতার শ্মশানে
উদ্ভাসে খেলা করে
নির্ভয়ে
এই বেলায়, জ্বালায়
ছুঁয়ে দিয়ে।
রোপন করে যাও কিষাণ
যৌবনের পরিপুষ্ট শুক্র
চুপচাপ রবে পৃথিবী
কোন কালেই
হবে না বক্র।