শৈশব চুরি করে বানালে অট্রালিকা!
কৈশোরে মোহ মায়া দূরন্ত যাতনা।


চোর চোর ঐ চোর নিয়েছে মনের কথা
চুরি করে নিলে লেখা তুমি মোর কবিতা!


ফেসবুকে দিয়েছিনু, মনের কথা লিখে
চুরি করে নিজ দেয়ালে দিয়েছো যে টাঙিয়ে।


নাম ধাম সব তোমার, লেখা টা যে আমারি;
গোপনে বন্ধু হয়ে করেছো যে চাতুরি।


সেই তুমি চালচুরি, গমচুরি; নিয়ে লিখছো আজ
আসলে তুমিও চোর! কি, চিন্তা? কপালে ভাজ?


লজ্জা পেলে তুমি, শুনে মোর এ কথা
চাল চোর, গম চোর তাদের যে চোখ বাধা।


যৌবনে মৌবনে ঘুরে রোজ সকালে
তুমিও করেছো চুরি স্বার্থ কে অকালে।


মেঘ চুরি করে আজ ডুব দিলে সাগরে
নদীটাকে চুরি করে ফেলে দিলে ভাগাড়ে!


সূর্য কে চুরি করে, চাদে বাড়ালে হাত
সারা দিন কেড়ে নিয়ে, দিয়েছো যে কালোরাত!


ভোটচুরি, পুকুরচুরি ওসব দূরেই থাক,
তুই মোর, আমি তোর; গলায় জড়িয়ে রাখ!


রাখ, রাখ করে রাখ, সবকিছু রাখঢাক
একটু শাক দিয়ে মাছটাকে ঢেকে রাখ।


কিংবা একটু তুই প্লিজ ভাই দূরে থাক
অসহায় জনতা, ডাল- ভাত আজ খাক।