সবুজ ধান ক্ষেতে, লাল টকটকে রবি
এটা আমার বাংলাদেশের নিত্য দিনের ছবি।


গ্রামের পথে, ভোর সকালে কৃষকের দল ছুটে;
বসন্তে ফুল বাগানে, ভিন জাতের ফুল ফুটে।


শীতের দিনে ঘাসের বুকে জমে শিশির কন
নদী দিয়ে বাংলার বুকে আঁকা আছে আলপনা।


ক্লান্ত পথিক গাছের নিচে ছায়ায় জুড়ায় দেহ
বাংলার আকাশে নীল দেখেনি এমন তো নেই কেহ।


বাংলার কেও মেলা দেখেনি কথা টা বেমানান।
বাংগালি যে উৎসব প্রিয় মেলা ই দেয় তার প্রমাণ।


গ্রাম্য বধূর নোলক টা সরলতা র অনন্য উদাহরণ
বাংগালি ভাই সবসময় অতিথি পরায়ণ।


সব বাঙালিরা রক্তে ই আছে বাংলার জন্য প্রেম-ভালবাসা
বাংলা কে আগলে রাখব এটাই মোদের আশা।