আজিকে প্রিয় কোথায়, কেমন, কি হাল তোমার এই মাঝ বরষায় ?
সে রাতের প্রতিটি কথা এখনো ওগো তেমনি আমায় ভাবায়।


সাতটি বরষা কেটেছে একা তোমায় ভেবে ধুকে ধুকে,
স্বপ্ন সুখের সে দ্বিপ আর জ্বলেনি আমার বুকে।


আর কাওকে দেইনি আমি বৃষ্টি কাব্য লিখে,
এখনো যেন প্রতি বরষায় মেঘ জমে যায় তোমার কালো চোখে।


সেই সে কদম গাছটি এখনো ঠায় দাড়িয়ে,
কেবল আমি ফুল তুলি না, নেই যে তুমি পথ চেয়ে।


তোমার জন্য একশো কোটি বৃষ্টি বন্দনা।
তুমি আমার বৃষ্টি ভেজা সেই সে চন্দনা।


(বরষার আয়োজন)