ভালোবাসার নানা রঙ সকাল,
দুপুর, সাঝে।
কখনো এটা লাল- হলুদ কখনো আবার,
নীল কষ্টের ভাজে।


ভালোবাসা মিষ্টি বড় যখন
পাশে থাকো,
চলে গেলেই এর চেয়ে, নেই
যে কিছুই তেতো !


ভালোবাসা মান- অভিমান,
কখনো আবার সুখের ই গান।
রাত দুপুরে তোমায়
ভেবে একটা কবিতা
কিংবা বালিশের
নিচে লুকিয়ে রাখা তোমার
ছবিটা !


মন টা যখন তোমায়
ভেবে প্রজাপতির ডানায়
উড়ে  বেড়ায়;
মৃত্তিকা থেকে এভারেস্টের
চূড়ায়।


সবই কিন্তু
ভালোবাসা হইতো বোঝোনি ।
তাতেও এই পাগল মন একটু দমেনি !


একেই বোধ হয় প্রেম বলা হয় এটাই
ভালোবাসা,
কেবল তুমি আরাধনায়, তুমিই
প্রার্থনায়।