কেমন আছে ফড়িঙ গুলো, কেমন আছে বিল?
কোথায় গেলো পাটখড়ি'র স্তুপ, মাছ ধরা চিল?


ছোটবেলা'র খেলার সাথী কেমন তোরা আছিস?
খালি পায়ে স্কুলে যাওয়া ;ভূলে কি সব গেছিস?


ভাবতে আজি বুক ভেসে  যায়!
কোথায় আমার চক,স্লেট?


লাগে শুধু অসহায়,
কোথায় আমার ছোট প্লেট?


মাগো তুমি শুনাও না যে,  রাক্ষুস- খুক্কুস এর কেচ্ছা।
আবার করবো পেয়ারা চুরি হয় যে বড় ইচ্ছা।


কোথায় আমার ছেলেবেলা, আমার ঘুড়ি, মার্বেল?
আবার আমি সারা পাড়া দাবড়াবো সেই সাইকেল!


মাঝ দুপুরে রৌদ মাখাবো আমার সারা গাঁয়।
সন্ধে হলে ফিরবো ঘরে বাবা বকবে তাই।


ঝড়ের দিনে আম কুড়াবো, ভিজবো সারা বেলা।
রাতে আমার জ্বর হবে, মা ঘুমুবে না আর ওবেলা।


মা গো আমি খালে যাবো; ধরবো পুটি, খলসে।
বড় দিদি কড়া ঝালে রাঁধবে সে সব ঝলসে।


আবার আমায় জড়িয়ে ধরে বলবে আমার দাদু,
"তুমি অনেক বড় হবে, চড়বে গাড়ি -জাহাজ''


বলবো আমি দেখাও যাদু,
ওসব হবে বড় হলে ; দু'টাকা দাও আজ।


আবার আমরা ভেলা বানাবো, ভাইয়া দিবে বাইছ।
বানের জলে ভাসবো অনেক, মিটবে আমার আশ।


ছেলেবেলা ,তোমায় ভেবে লাগছে হঠাৎ বিমূর্ষ।
আর কখনো ফিরবে না তুমি হলেও আমি মুমূর্ষু!