প্রিয় সুখকন্যা, সুখে আছো জানি।
নইলে তো নিশ্চয় ডেকে ডেকে ঘুম ভাঙ্গাতে অমনী।


এখন হইতো , তোমার আখি জল আর ঝরে না বারিধারা হয়ে,
হয়তো বসন্তের কোকিলে কোকিলে ভরে গিয়েছে তোমার বাড়ির দুয়ারে।


হোক না যাই;   কি বা তাতে আমার বলো?


এখনো যে কবিগুরূর গানের মতোই 'আমার এই পথ চাওয়াতেই আনন্দ'।
যদিও এ পথের নেই যে কোনো ছন্দ।


এখনো রাত আসে দিন যায় কেবল পাই না কোনো সাড়া।
হয়তো সুখেরা অনবরত দিচ্ছে তোমায় পাহাড়া !


তোমায় ভেবেই কতো নিশি এমনি গিয়েছে কেটে,
কোনো ভাবেই হারিনি আমি, ভালোবাসা কমেনি কিন্তু মোটে।


চা এর ঝড়ে, আড্ডায় কিংবা বন্ধুদের আসরে ।
শত সুখেও ভূলিনি তোমায় প্রিয়তমা আহারে।


প্রিয় সুখকন্যা, সুখে আছো জানি।
নইলে কেনো আসছো না ফিরে এখনি?


হইতো অনেক দিনের পরে আবার দিয়েছিলে দেখা।
তবুও তোমায় ডাকতে পারিনি ঠোট যে ছিলো বাধা !!


বেধেই তুমি দিয়েছো আমায় , মুছতে পারিনা তোমায়।
জানি তুমি সুখেই আছো নইলে তো খুজতে আমায় ।