প্রিয় সেই রাত,
রাত জাগা চাঁদ; কেমন আছো?


একলা বিকেল,
ডুবে যাওয়া বেল; কেমন আছো?


কেমন আছো
তুই সেই জন?
যে ছিলে আপন ;
সকলের থেকে!


যে গেয়েছিলে গান;
সুর অফুরান; কেমন আছো?


সেই সে সুর,
মিষ্টি সে ভোর; কেমন আছো?


নরম কোয়াশা,
মুঠোফোনে আশা; কেমন আছো ?


কেমন আছো , দূরন্ত দুপুর?
সেই সে জীবন, ছিলো ভরপুর!


মাঝরাতের পথ,
ভুলে ভরা শপথ; কেমন আছো?


প্রিয় সে জীবন,
উনিশের মন; কেমন আছো?


ভাজ করা শার্ট,
আযাচিত পার্ট কেমন আছো?


সেই সে তৃষা,
পেয়েছো কি দিশা ?
কেমন আছো?


কেমন আছো বৃষ্টি ,আকাশ,
নদী, সাগর ঢেও ?
এখনো আমি তেমনি আছি ;
টের পায়নি কেও!