নিষিদ্ধ করে দাও,অশ্লীল যতো আছে শহরের হর্ণ
বোকা বিষে বাস্প কালো ধোঁয়া আর কংক্রিট চূর্ণ।


নস্ট হয়ে যাওয়া ক্ষয়ে পড়া ধূলি ধুসর  বিটুমিন
চৌরাস্তার মোড়ে যতো আছে পোস্টার, কাগুজে ন্যাপকিন।


অবাঞ্চিত ঘোষণা করা হোক, অন্যায়, জুলুম আর উৎকোচ প্রহসন
ভুলে যেতে দাও প্রিয়, নিষ্ঠুর প্রলোভন।


ভেঙে পড়া নিয়ন
আর বোকা বাক্সের ফাদে
কাদছে পিয়ন।


ছেড়া পলিথিন উড়ছে বাতাসে
সাইনবোর্ড চিৎকার করছে আহারে।


ভাঙা কাচের গুড়ো রাজপথে ছড়ানো
থমকে যাওয়া যাত্রীবাহী একপাশে দাঁড়ানো।


নিভে যাওয়া বাতি আর ছিড়ে ফেলা কবিতা
গ্যাং কালচার আর গ্যাংস্টার মুভিটা।


জীবন্ত ক্যানভাস রংতুলি লাগেনি
রাজপথ রাঙা হলো মা তবু জাগেনি!


ভয়ংকর থাবা আর হিংস্র হিংসায়
পুড়ে যায় শহর আর দাবানল রাস্তায়।


এই দাবানলে আজ পুড়ে যাক উড়ে যাক
গ্লানি যতো অতীতের
কালো জল নদীদের
সাদা সাদা ধুয়াতে
শুভ্র মায়াতে
এ শহর আমাদের হোক
শুধু ভালোবাসাতে।