প্রাক্তন ,নাকি পুরাতন?
নাকি প্রাক্তন বলে কিছু নেই?
যা রয়েছে তা কেবলই বহমান সত্য।
এমন ধ্রুব সত্য আর কিচ্ছু নেই।


প্রাক্তনের সুখে থাকা দেখে যদি সুখী হওয়া যায়!
তবে, তা কি প্রেম?
প্রাক্তন বলে আসলে কিছু নেই।
প্রাক্তন থেকে যায় ফ্রেন্ডলিস্টের প্রথম দিকে।
কেবল তার থেকে লাভ রিয়্যাক্ট পেলেও যেনো
মনে হয় আলাদা করে তুলে রাখি তা।


প্রাক্তন হয় সময়ের স্রোতে।
সময় ও তো প্রাক্তন তবে।
এই যে সময় চলে গেলো, চলে যাচ্ছে।
তাকে কি ভোলা যাচ্ছে?