ধানমন্ডি, জিগাতলা, ট্যানারি মোড়;
এখন দু'একবার বছরে যাই, বড়জোর।


সকাল,দুপুর আর বিকাল, মধ্যরাত
আড্ডায় গল্পে হুল্লোড়; হাতে ছিলো হাত।


ফুসকা, কোক আর চা-কফি, বেনসন
ছিলো মায়া আর প্রাণের বন্ধন।


দ্বীপ, সরোবর, ৯/এ, লেকের আনাচে-কানাচে
কনসার্ট, জলসা সব ছিলো জানা যে।


গলায় গলা মিলিয়ে চিৎকার আকাশে
আনন্দধারা হতে করিম,নজরুল ভেসেছে বাতাসে।


জীবনের আনন্দধারা সে দিন গিয়েছে ফুরিয়ে
আজো মনে স্মৃতি রোমন্থন দেয় হৃদয়খানি জুড়িয়ে।