যে চোখে এতো মায়া,এতো এতো মেঘ!
কি দরকার, তার?
প্রকাশ করবার
অন্তরের আবেগ?


যদি বলি তোমার গান ভালো লাগে না
লাগে না বিশ্রি, কবিতা পাঠ!
ঘরের কথা যেনো অযথাই,মঞ্চস্থ হচ্ছে আর
সরগরম হচ্ছে মাঠ।


হাসাহাসি করে লোকে, বাতুলতা করো না
অনন্যা তুমি তাই ভুল প্রেমে মজো না!


গান কবিতা আর নাচানাচি অহেতুক
চোখে চোখ রেখে পার করা যায়
মাস বছর যুগের পরে যুগ।