শুনেছি আমায় ভালো লাগেনা তোমার
আমিযে কঠিন বাঁধনে বেদেছি আমার।
কি করে যাবে আমায় ছেড়ে ,
বেদে ছিযে আমি তোমায় আমার মন কারাঘরে।
তুমিযে আমার অভাগী বন্দী,
কেউ পারবেনা করতে আর আমার সাথে সন্ধী।
প্রাণের বাঁধন আমি দিয়েছি প্রাণে ,
পারবেনা ছিড়তে তুমি থাকিতে আমার জানে।
এই জগৎ সংসারে যেথায় যাবে
সেথায় আমায় তুমি খুঁজে পাবে।
তুমি চাও বা নাহি চাও,
তুমি ডাকো বা নাহি ডাকো।
আমার কাছেতে থাকো বা নাহি থাকো।
থাকিব আমি সদা সর্বদা তোমারও পাশে।
যেখানে তাকাবে তুমিপাবে আমায় ছায়ার বেশে।
তোমায় আমি ডাকিব শুধু ডাকিব ,
উত্তর তুমি দেও বা নাহি দেও।
আমি দীর্ঘ শ্বাসে তোমায় বলিবো,
প্রাণের বাঁধন কখনো যাবেনা ছিড়ে।
যেখানে আলো সেখানে ছায়া রেখেছে যেভাবে ঘিরে ,
যখন যেখানে তাকাবে তুমি আমায় পাবে ফিরে।
কখনো যদি পরে তোমার ,
দুই ফোটা দুই নয়ণের জল।
সেখান থেকে বলবো আমি ,
আমায় খুলে বল।
বাঁধন আমি দিয়েছি মনে ,
যাবি তুই আর কোন খানে।