ভালোবাসো মাটিকে ,
কারণ জন্ম তোমার মাটি থেকে ।
আঁকড়ে ধর মাটিকে তুমি ,
যাতে কেউ কেড়ে নিতে না পারে ।
ভীষণ রাগ তোমার
তাকিয়্না আকাশের দিকে ।
সূর্যের ন্যায় রাগটা তোমার বেড়ে যাবে ।
তাকাও তুমি  মাটির দিকে
শীতল করে নেবে তোমায় ।
সবাই তোমকে ঘৃণা করে ,
রেগে গিয়ে বকে তোমায় ।
কষ্ট পেয়ে চুড়ো লাথি মাটিতে ।
তও সে বলবে না কিছু তোমায় ,
ভালোবেসে মুখ বুজে থাকবে ।
দেখো আজ চারদিকে ,
পাপ অন্যায় , অবিচারে  করছে জঘন্য ,
অথচ মাটি ভালোবাসা দিচ্ছে অপরুন্তু ।
যাক বলি তোমায়
তোমার বেলাশেষে যখন ,
যাবে জীবন চলে
তখন মাটি চুপটি করে কাছে এসে বলবে
ফিরিয়ে দাও আমার ভালোবাসা
নেও  মোরে বুকে টেনে
সবকিছু ভুলে
শুধু তুমিযে তোমার  ।
আপন মনে মাটিতে যাবে মিশে ।