পাগলী আমার করছো বিষন পাগলামি।
জানতে তুমি আমায়,
ভালোবাসি কিনা তোমায়।
বড্ডো ভালোবাসি তোমায়।
অথৈই সমুদ্রের মত,
যার কোন কুল কিনারা নাই।
আমার সমুদ্রে সবই নিস্তেজ,
তুমি ব্যতীত।
যেখানে যাবে তুমি,
সেখানে পাবে তুমি তোমার অস্তিত্ব।
পাগলী আমার করছো বিষন পাগলামি।
তুমি আমার আকাশের চাঁদ,
তাঁরা হয়ে আমি দেব তোমায় পাহারা।
পারবেনা কখনো ছেড়ে যেতে আমায়,
কারণ বড্ডো ভালোবাসি তোমায়।
পাগলী আমার করছো বিষন পাগলামি।
তুমি আমার ভুবনের ভুবন মাঝি।
তোমার সুখে আমি সুখী।
তোমার দুঃখেই আমি দুঃখী।
তোমার সাজেই আমি সর্বদা সাজি।
পাগলী আমার করছো বিষন পাগলামি।  
আসছে নিকটে বসন্ত,
ফুটবে নতুন ফুল।
প্রথম ফুলটা দিয়ে তোমায়,  
ভাঙ্গাবো মনের ভুল।
পাগলী আমার করছো বিষন পাগলামি।  
বলছি সাক্ষী আমার বসন্ত,  
তোমায় ভালোবেসে যাবো অনন্ত।