হে ঈশ্বর
চূর্ণ কর আমার সেই আকাশ
যেখানে স্বার্থের দলাদলি
ধর্মের কাটাকুটি
হিংসা,বিদ্বেষ,জয়-পরাজয়।
তুই তো আমার সৃষ্ট
সামান্য মানব
মনুষ্যত্ব ভুলে যাস ক্ষণে ক্ষণে
চেয়ে দেখ ঐ গাছগুলোকে
কিভাবে অপেক্ষারত
আমার “ফণী ” মা কে দেখবে বলে।
হে ঈশ্বর
চূর্ণ কর আমার সেই আকাশ
যেখানে স্বার্থের দলাদলি
ধর্মের কাটাকুটি
হিংসা,বিদ্বেষ,জয়-পরাজয়।
তুই তো আমার সৃষ্ট
সামান্য মানব
মনুষ্যত্ব ভুলে যাস ক্ষণে ক্ষণে
চেয়ে দেখ ঐ গাছগুলোকে
কিভাবে অপেক্ষারত
আমার “ফণী ” মা কে দেখবে বলে।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ১টি মন্তব্য এসেছে।
অনবদ্য ভাবনার কাব্য , "ফণী"।
প্রিয়কবিকে শুভজন্মদিনের শতসহস্র শুভকামনা জানাই , ভাল থাকুন সদা ।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.