(কবিতাটি সম্বন্ধে দু একটা কথা,হটাৎই মনে হল,এই যুগের  মানুষ পরলোক গমন করলে শুধুমাত্র,আত্মা নয়,কিছু তাঁর ছেড়ে আসা সোসাল মিডিয়া যেমন Facebook, what's app ইত্যাদিও  মোক্ষ লাভের উদ্দেশ্যে পৃথিবীতে বিরাজ করবে এবং এর সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাবে------।)


     *সোসাল আত্মা*
**************
“আত্মা” ভীত, সন্ত্রস্ত
অস্তিত্ব এই বুঝি যায়।
মৃত মানুষের “সোসাল আত্মা”
ত্রিভুবন দখল করতে চায়।
Login করে অবিনশ্বর
সূক্ষ্মদেহর মোক্ষ নাহি হয়।
Passwordএ lockকরা সব
অবতারের সংহার করাও দ্বায়।
তাই ঈশ্বরও কি আজ
সোসাল মিডিয়ার আত্মার কাছে
হার মানবে হায়?