তুষার পর্বতের প্রথম
     অরুণ ছটায় ,
যেন মনে হয় তুমি আসছ !
আমার জীবনে
     নতুন প্রভাত সনে ,
আমার কাছে ফিরে আসছ !


যদি তাই হয় ,
      কি হবে প্রথম সে দৃষ্টি !
কি কথা বলবে তুমি আমাকে ?
       আবার প্রেমের হবে বৃষ্টি !


আসবে হয়ত তুমি কাছে ,
      নয়নে নয়ন মেলাবে ;
অরুণ ছটায় আমি দেখব,
      আমার জীবনে তুমি আসছ !


যদি তাই হয় !
      কেমনে বাঁধব এ অশ্রুকে ;
বইলে তো সব যাবে ভেসে,
       এই কি করবে তুমি এসে !


দুহাত বাড়িয়ে কি দেবে ?
     যে জীবন চলেছে শেষে,
আঁকরে কি রাখবে তাকে ?


এমন কত বাঁধা থাকে ,
      জীবন দিয়েও ভাঙ্গা যায়না ;
পারবে কি ভাঙ্গতে তাকে ?


যদি চলে যাও ফিরে ,
       তোমার সুখের নীরে ;
দেখব তুমি চলে যাচ্ছ ,
       তুষার পর্বতের শেষ
অরুণ ছটায় ।