স্মৃতির বোঝা নিয়ে পড়েছিল একা,
ব্যাবহৃত খুঁটিনাটি ছড়িয়ে বুকে ;
তবু ছিল তবুতো ছিল
আমারই শুধু আমারই !


আগামী দিনের ভোর
ধুয়ে দেবে সব ধুলো ,
আমার স্মৃতির , আমার প্রীতির ;
সব স্মৃতি ভার দিয়ে যাবে আমাকে !


দুপুরের আঙ্গিনা আর
সাঁঝের ছাদ থেকে
আমার বাল্য, আমার কৈশোরের
সকল পদচিহ্ন মুছে !


আমি নেই শুধু আমি নেই
আর সবাই থাকবে জানি,
অচেনা হাতের নতুন রঙে
রঙবে আমার চোখের আড়ালে !


সেই পথে কখনো আবার
ফিরে যাই যদি পথ ভুলে ;
আমার বাল্য চপলতা ,
আমার যৌবনের ক্রন্দন
চিনবে কি আমায় আবার করে ?