শতসহস্র বছর অন্ধকারের পাহাড় কেটে
গড়ে ওঠে বিশ্বশান্তির মঞ্চ
কিন্তু মঞ্চস্থ হতে শুরু করে
বড় জোটের স্বার্থরক্ষার প্রতারনার নাটক
ঔপনিবেশিকতার ভিন্ন সাজ  


দুর্বল প্রতিবেশী ভয়ে মরে
কিছু মা্নুষ নিষ্পেষিত হতে হতে  
ফিরে গেল অন্ধকার যুগে  
স্তব্ধ করেদিয়ে সভ্যতা্র পদ যাত্রা
তারা বলে উঠল
জোর যার মুল্লক তা্র
একজন ছিড়ে ফেলল আইনের বইটা


মঞ্চস্থ হতে শুরু করল
বহুজাতিক বিশ্ব নিয়ন্ত্রনের পালা
যুদ্ধ, অভাব, ক্ষুধা আরও কত কি
অনেক মা্নুষ মরল, বাস্ত হা্রা হল  
মৃতেরা জিজ্ঞাস করে, অপরাধ কি ছিল তার ?

আসলে রাজার ক্ষমতার লোভে নিরীহ প্রজাগন মরে
সে বলতে পারেনি এ যুদ্ধ আমি চাইনি
দেশের সীমানা তাকে পরিনত করে শত্রুতে
কারন এই নাটকের কুশিলব
মা্নুষরুপি ক্ষমতালিপ্সু কিছু পিছাস
যারা সভ্যতার সূর্যটারে নেবে অস্তাচলে।