কখনও কি আনন্দ বিলিয়েছ দুহাত ভরে
এই যেমন ধর তোমার কোন বড় প্রাপ্তিতে
সেদিন কি হেসেছিল তোমার ভালবাসার প্রিয়জনেরা ?
যারা তোমার পাশে ছিল সময়ের বহু ঘাত প্রতিঘাতে
যারা তোমাকে নিয়ে বেচেছিল জীবনের দীর্ঘপথে
নাকি সেদিন ভীষন স্বার্থপর হয়ে
একাই ভাল থাকতে চেয়েছ ।