সহধর্মিণী ছিল সহযোদ্ধা,
সম্পর্কের সমন্বয়ে সুদৃহ বন্ধনে ,
পুরুষের কতৃত্ত্ব ছিল দায়িত্বে ,
আর তুমি  জননীতে সম্পূর্ণা পৃথীবির  ,
কথা ছিল মাঝরাতে দুজনে তারা গুনবে সমৃদ্ধির ,
এলো ক্ষমতায়নের নারী স্বাধীনতা ,
কবে তা হরন হয়েছিল জানা নেই  ,
স্থান কাল ভেদে নারী পুরুষ সবাই লাঞ্ছিত হয় ,
নারীবাদের বিষবাস্পে আজ তারা শুধুই ভুল খোজে ,
সম অধিকারের নামে দুজনে মল্লযুদ্ধ খেলে ঘোর শত্রুর ন্যায় ,
সম্পর্ক মূল্যে  বিক্রি হয় ,
ডেকে আনে শত অনাচার ,
স্বার্থের দন্দে খোদার বানীরে দিয়ে বিসর্জন,
পথে পথে খোজে হারান সন্মান ।