আমি এক ললনা কে দেখিলাম,
আঁধার শহরের আঁধার পথে।
হাতে মোমবাতি ছিল,
মুখে রাঙা হাসি।
সে হাসছিল,
হেঁটে হেঁটে যাচ্ছিল,
চারিদিকে বইছিল মাতাল বাতাস!
সে একা ছিল;
হঠাৎ মোমবাতি টি নিভে গেল,
সাথে মুখখানি আঁধারে মিশিয়া গেল।
আমি তাহারে খুঁজিলাম-
তাহার হাসি খুঁজিলাম;
তবু পেলাম না।
সে হারিয়ে গেল-
তাহার রাঙা হাসি মুছে গেল;
আঁধারের মাঝে,আঁধার শহরের পথে।।
© #modhumokkhika