ঐ যে তোমায় দেখেছিলেম প্রাতে,
মুগ্ধ চোখে চেয়ে ছিলেম দিকে;
পলক যেন পরছিলনা চোখে!
দৃষ্টি আমার সরছিল না,
হাঁসি মাখা ঐ রোদের আলোয়
স্নান করা মুখ থেকে।
শক্ত হৃদয় নরম হলো তখন;
ভাবলাম আমি মন হারালাম কখন!
হাসি মাখা মুখের মায়ায় তোমার;
কেন বন্দি করলে মন আমার?
সন্ধ্যার সূর্যের মত করে;
হারিয়ে যাচ্ছ কেন মন চুরি করে?
সূর্য তবু ডুবছে নাকো,
তুমিও হারিয়ে যেও নাকো;
চাহিনির ঐ আড়াল থেকে
ভিড়ের শত লোকের মাঝে।
© #modhumokkhika