শরৎ এসেছে তবু কাশফুলহীন,
পাথরে ঘেরা সুরমার পাড়।।
নেই কোন নতুনের আমেজ,
নেই তেমন শারদ ছোঁয়া;
সেথায়--
শুধু পাথর জাগে মাটি ফেটে ফেটে।
তবু শরৎ আসে,
নীল ধূসর মেঘ নিয়ে;
কিন্তু আসে না কাশফুলেরা।
কাশফুলেরা বড়ই অভিমানী
তারা সুরমার ভালোবাসা চায় না,
সুরমার পাড়ে পরে থাকা-
তৃষ্ণাত্ব ঐ যুবকের
পরশও চায় না।
তবুও সে যুবক অপেক্ষায় থাকে-
এক দিন পাথরের মাঝেই ফুটবে,
সুরমার পাড়ে সাদা সাদা কাশফুল।।
© #modhumokkhika


তাং:৩০/০৮/২০১৬ ইং
লেখার স্থান:হাসন রাজার বাড়ি সংলগ্ন সুরমার ঘাট।।