আমি অনেক খুঁজেছি তোমারে,
সন্ধ্যা-রাত-সকাল-দুপুরে।
কখনো শিউলি ফুল হাতে,
আবার কখনো এক আটি-
জবা ফুল সাথে করে!
দিনের আলোয় বাকা সরু পথের
কাঁটা পেরিয়ে দূর পথে,
অন্ধকারে মুঠোফোনের
ফ্ল্যাশলাইটের আলো হাতে নিয়ে,
আমি শুধু তোমারেই খুঁজেছি
দুই নয়নে শুধু একবার দেখিব বলে,
তোমার চোখ,নাক,কান
আর এক রাস হাসি!
অনেক সাধনা শেষে অতঃপর
পেয়েছিলাম তোমারে এক দুপুরে!
তুমি দরজার সামনে দাঁড়িয়েছিলে,
আমার দিকে তোমার সাদা হাত নাড়ছিলে-হাসছিলে।
আর বলছিলে,এই যে!
আমি তোমার দিকে ফিরিয়া তাকাই,
শুধু শুনছিলেম হৃদয়ে ধুকধুকানির
কম্পন আর তোমার শব্দের প্রতিধ্বনি
অন্তরে বারে বারে।
যখন সামনে এসে দাঁড়াই:
তোমার চাপা দুটো গালে,
একটি মৃদু হাসি দিয়েছিলে।
আমার হাতে এক সাদা ফুল ছিল!
আমি তোমার হাতে সেই ফুল
তুলে দিয়েছিলাম বাকা কুনোই করে!
তুমি আবার মৃদু হেসেছিলে।
জান!তুমি একটুকু বদলাও নি,
তোমার চোখ,তোমার হাঁসি
আগের মতই আছে!
শুধু তোমার মুখের মাধুরী কমেছে!
আগে কত মিষ্টি করে বলতে,
ভালোবাসি।ভালোবাস?
আমি সেই কথা গুলো খুঁজেছিলেম
তোমার স্বরে শুধু নতুন করে
কম্পিত বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ।
কিন্তু তুমি বলো নি আমারে!
আমি তোমার মুখের দিকে চেয়েছিলেম,
কি বলব-
তোমার মুখেই খুঁজছিলেম!
তোমার তৃষ্ণিত চোখ দুটো নিয়ে,
তুমি আমার দিকেই চেয়ে ছিলে।
তুমিও কিছু বলছিলে না
শুধু চেয়ে ছিলে বহু ক্ষণে।
কে জানি তোমার নাম ধরে ডাকিল-
দুয়ারেরপাশে মোটা গলা বাজিল
তুমি আতকে উঠ,
চোখ সরিয়ে নাও আমার থেকে!
কিছুই না বলে চলে যাও-
দুয়ারের ঐ পাড়ে।
ছিটকিনি টিও লাগিয়ে
মিশে যাও দুয়ারের আড়ালে!
কি করব বুঝিতে পাড়ছিলাম না।
কিছুক্ষন চেয়ে থাকি তোমার বন্ধ দুয়ারে।
শেষে কম্পিত বুকে হাঁটিতে লাগিলাম নিরুদ্দেশ্যে।
হয়ত আবার কোন একদিন আসিব,
তোমার পশ্চিমের দুয়ারে!
আবার দেখিব তোমার নাক,চুল,চোখ
আর হাসি মাখা মুখে তোমারে!
© #modhumokkhika