আজ আকাশের চাঁদটি যেন,
কোন এক ত্রি-নয়নার ত্রি-নয়ন!
সাদা-কালো মেঘ গুলো যেন,
তাহার মূখের হাসি-সজ্জা।।
তাহার নয়নের উজ্জ্বল আলো,
লুকুচুরি খেলছে মেঘের ফাকে!
বলছে,খুঁজো আমায় খুঁজো!
ঐ মেঘের আড়ালে খুঁজো,
মেঘের আড়ালে আস;
চল দৃষ্টি বদল করি!
আমি হাসলাম,লজ্জা পেলাম।
চারদিকে খুঁজলাম-
কেউ শুনল কি?ত্রি-নয়নার কথা!
দেখি কেউ নেই,
আমার হাতে মুঠোফোন-
আকাশে ত্রিনয়নার হাসি।
আমি নিভৃত চিত্তে হাসলাম,
ত্রি-নয়নাও হাসল।।
© #modhumokkhika