নক্তান্ধের মতো কেন
   চলতে এত ভয়,
জ্ঞানের মশাল জ্বালিয়ে দে
      তিমির হবে জয়।
জয়ধ্বজা হাতে নিয়ে
    জয়ডঙ্কা বাজা,
অত্যাচারির প্রাচীর ভেঙ্গে
    তাদের দিবি সাজা।
দেশের যত নওল কিশোর
  ঘুমিয়ে কেনো তোরা
দূর করে দে মিথ্যা বাদ
সাঁচার জায়গায় দাঁড়া।
নিপীড়কদের নিপাত কর
নওল কিশোরের দল,
নিপীড়িতের মনে পাক
   শক্তি হিম্মত বল।
অগ্রযাত্রার পথিক তোরা
     নিশ্চিত হবে জয়,
অভয়মন্ত্রে দীক্ষিত হয়ে
      দূর করে দে ভয়।