হিমাদ্রির ওপারে প্রিয়া
   বেঁধেছে সুখের নীড়,
কাহার সোহাগী হয়েছে প্রিয়া
   আমায় মেরেছে তীর।
অনেক কষ্টে আপন করে
    পেয়ে ছিলাম যারে,
চাতুরী করে পালিয়ে গেলো
     হিমাদ্রীর ওই পাড়ে।
সে তো আজ সুখানন্দে
   সেথা করছে বাস,
  ওর কারনে দুই নয়ন
        ঝড়ে মাসের মাস।
সর্ব সুখে সুখী ছিলাম
  সুখ নিলো সে হরে,
এখন আমি ভিখারী সম
   জিন্দাই গেছি মরে।
জীবন প্রদীপ নিবু নিবু
জ্বলতে চায়না আর,
চলতে পথে দেখতে পাই
     শুধুই অন্ধকার।
হয়তো এবার দেখা হবে
    বয়স গেছে কমে,
চির সুখে থাকা যাবে
ওই সোহাগীর সনে।