সারাবিশ্বে অর্ধেক নর
  অর্ধেক হলো নারী,
আমি নারী বিশ্বজুড়ে
  শান্তির নীড় গড়ি।
আমি বর্ণীনি মুক্তিযোদ্ধা
    যুদ্ধ করতে পারি,
হাসতে হাসতে রণাঙ্গনে
     মৃত্যু বরণ করি।
  গৃহকর্মে আমি গৃহী
     আমি বরনারী,
ভালোবাসার মন্ত্র দিয়ে
  পরকে আপন করি।
বিচারালয়ে ন্যায় বিচারক
   ন্যায় বিচার করি,
অপরাধীকে দণ্ড দিয়ে
   সুষ্ঠু সমাজ গড়ি।
  সু সন্তান গর্ভে ধরি
     আমি ধাত্রী নারী,
সুসন্তানের মাতা আমি
  গর্বে বুকটা ভরি।
      আমি নারী,
আমি কিন্তু সবই পারি।