হাতীর ঝিলে মুক্ত হাওয়া
বহে ঝির ঝির,
অপরাহ্নে মুক্ত হাওয়ায়
হাজার জনের ভিড়।
কারও সাথে ছোট বাবু
হাটছে কর ধরে
ঘুরছে কত জোড়ের পায়রা
হাসছে অট্ট স্বরে।
ঐ ঝিলের মিঠা জল
রোদ্রে ঝিকমিক
তারই নীচে স্বচ্ছ বালি
করে চিকচিক।
ঝিলটি যেন বাগে এরেম
দেখতে লাগে বেশ
চোখ ফেরানো যায়না তাতে,
দেখার হয়নাশেষ
অস্ফুট পুস্প কলি
ঘুমিয়ে আছে শাখে
গুনগুন স্বরে ঘুরছে অলি
কলির ফাঁকে ফাঁকে।
ঝিলের উপর ঢেউয়ের সেতু
রাত্রে বিজলি বাতি
সূচ টুকানো যাবে রাত্রে
তেমনি আলোক জ্যোতি।
সন্ধা প্রদীপ জ্বলে যখন
ঝিলের চারি ধারে
সমযুটি অনূড়া গন
তখন ফিরে ঘরে।