শৈশব পেরিয়ে কৈশোরে
            যখন পা,
বাঘিনী মায়ের দামাল ছেলে
    জানতো পাড়া গাঁয়।
মগডালে তে পাখির ছানা
    আনতে হয়নি দেরি,
ভয় ছিল না তরুণী বেয়ে
     তটিনী দিতে পাড়ি।
নাওয়া খাওয়া ভুলে গিয়ে
    মাঠে মত্ত খেলায়,
হঠাৎ করি পশ্চিমেতে
     আস্তে গেল বেলা।
দেবালয়ে দেবল ব্রাহ্মণ
বাজালো কাঁসর শাঁক,
কাশবনেতে শিয়াল পন্ডিত
    হাঁকল শোকের হাঁক।
ঘরে ফিরতে মা,র বকুনি
    ওরে বাঁদর বোকা,
  সারাদিন কোথায় ছিলি
    কি খেয়েছিস খোকা?
এখন আর সেই বয়স নেই
    বয়স গেছে কমে---
ভাটা গেলো সোনার যৌবন
     টানছে এখন যমে।