চোখ ভুলানো মন ভুলানো
বন বীথিকার দেশ.,
যতই দেখি মুগ্ধ হই
দেখার হয়না শেষ।
পটে আঁকা ছবি যেন
বসুমতির বুক,
সবুজ ঘাসে হাটতে গেলে
কতই লাগে সুখ।
জন্ম নিয়ে সোনার দেশে।
গর্বে বুকটা ভরা,
ছয়টি ঋতুর দেশটি মোদের
সকল দেশের সেরা।
একেক ঋতুর বিচিত্র রূপ
দেখতে চমৎকার
সারা বিশ্বে খোজলে পরে
হয়না এমন আর।
এই সোনার দেশ রক্ষা করতে
গেল লাখ প্রাণ
বিশ্বে হল পরিচিত
বাড়ল বাংলার মান।