উনিশ শত বিশ সালে,
সতেরই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া,
জন্ম নিলেন শেখ মুজিবুর।
পাঁচবার হাজতে যান
লোক মুখে শুনি,
চার হাজার, ছয়শত,বিরাশি দিন
হাজত খাটেন তিনি।
সাতই মার্চ রেসকোর্সে
      ভাষন দিলেন,
বাংলার নয়নমণি।
রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা
     ছিনিয়ে আনবো আমি।।
সম্ভ্রম হারা দু লক্ষ মা
     শহীদ ত্রিশ লাখ,
যুদ্ধ হলো নয়টি মাস
খুনে লাল খাক।।
ঊনিশ শত একাত্তরের ষোলই ডিসেম্বর
স্বাধীন হলো দেশ,
সারা বিশ্বে রব উঠলো
বেশ বাঙ্গালী বেশ।
স্বাধীনতার পর,
তিন বছর, সাত মাসের, রাষ্টনায়ক
হলেন মুজিবুর।
উনিশ শত পঁচাত্তরের
পনেরই আগষ্ট রাতে,
বঙ্গবন্ধু শহীদ হন
কুখ্যাতের ঐ হাতে।
মেশিন গানের ব্রাশ ফায়ারে
স্বজন সবাই শেষ,
এতিম হলো শেখ হাসিনা
শ্মশান  বাংলাদেশ।