মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা
             নয়তো সখিনা,
    বীর্যবতী নারী সে
            তাইতো বীরাঙ্গনা।


           উমরখাঁর কন্যা সে
     কেল্লা তাজপুর বাড়ি,
             রূপ গুণে রূপবতী
         অতীব সুন্দরী।


  সেই রূপসীর রূপ গুণ
        ছড়ালো নানা গাঁয়,
কিশোরগঞ্জের জঙ্গলবাড়ির
        শোনলো ফিরোজ খাঁ।


দরিয়া নামের একটি দাসী
       ছিল ফিরোজ খাঁর,
তসবি বিক্রির ছলে গেল
      বাড়ি সখিনার।


ফিরোজখার গুণের কথা
   শুনলো দাসীর মুখে,
যৌবন প্রাপ্তা সখিনা বিবি
       চিঠি লিখল তাকে।


ভালোবেসে লিখলাম চিঠি
     পয়গাম পাঠান বিয়ার,
ইজাব কবুল দিতে আমি
   অপেক্ষায় থাকবো আপনার।