পরাজিত ওমর খা
  প্রতিশোধ নেওয়ার তোরে,
জাহাঙ্গীরের সাহায্য প্রার্থনা
     করলো কর জুরে।


প্রার্থনা তার মঞ্জুর হলো
  খুশি ওমর খাঁন,
প্রচুর সংখ্যক সৈন্য দিল
   সম্রাট জাহাঙ্গীর।


যুদ্ধ করতে আসলো ওমর
     ফিরোজ খাঁর সনে,
গৌরীপুর, মাওহা ইউনিয়ন
    কুমড়ী নামক স্থানে।


সম্মুখ যুদ্ধ, দুদিন, দু রাত
     বন্দী ফিরোজ খাঁ,
সখিনাকে তালাক দিতে
   বললে ওমর খাঁ।


ওমর খাঁকে বলছে ফিরোজ
          অতি কর্কশ স্বরে,
প্রেম সমাধি হয় যদি মোর
     হউক সখিনার তরে।


বীর সখিনা শুনলো খবর
     বন্দী ফিরোজ খাঁ,
শাশুড়িকে বলছে বিবি
  যুদ্ধে যাবো মা।


                (চতুর্থ পর্ব টি দেখার জন্য অনুরোধ রইল)