উনিশশত পঁচাত্তরের ১৫ ই আগস্ট
    ভোর সাড়ে পাঁচটায়,
মীরজাফর কেও হার মানায়
       মেজর নূর ঘাতকটা।
বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও
           সঙ্গে মেজর হুদা,
সীমারের চেয়ে নিষ্ঠুর ওরা
      হিংসায় ভরা মনটা।
আঠারোটি ছিদ্র করল
      বঙ্গবন্ধুর বুক,
   স্তব্ধ হল বজ্রকন্ঠ
   কাঁদলো বঙ্গের লোক।
মুজিব শোকে স্তব্ধ আকাশ
         স্তব্ধ পথঘাট,
পাখ-পাখালি কাঁদলো শোকে
       খাঁ খাঁ বাংলার মাঠ।
আঠার জনের রক্তে সেই দিন
       বাসভবন হয় লাল,
সেই রক্তই ঘাতক দলের
     হলো এখন কাল।
অন্যায় করলে বিচার হয়
    সবার আছে জানা,
ঘাতকদের বিচার করো
বঙ্গমাতা শেখ হাসিনা।