আষাঢ় মাসে বর্ষা কন্যা
   নিক্বন পরে পায়ে,
আকাশ জোড়ে নৃত্য করে
   জল পরীদের নিয়ে।
গর্জে উঠে বজ্র কামান
    কাঁপায় সারা দেশ,
বিজলি চমকায় বর্ষা কন্যা
   দেখতে তারে বেশ।
মাঝে মধ্যে ঝাপটা দেয়
    ভয়ে কাঁপে প্রাণ
ঝিঁঝিট রাগ বাজিয়ে কন্যা
   গায় সে মধুর গান।
বাঁধন হারা বর্ষা কন্যা
  যাদুর কাঠি দিয়ে,
ঘুম পারাতে কিরণ মালীর
    দিন গেল তার বয়ে।
শশধরের স্নিগ্ধ আলো
   আঁচল দিয়ে ঢেকে,
নেচে নেচে চলছে কন্যা
  মেঘের ফাঁকে-ফাঁকে।