চৈত্র খরায় ঝিম ধরেছে
     ভুঁয়ের সবুজ বনে,
প্রকৃতি তাই ডাকলো কন্যা
আয়গো ধরায় নেমে।


ডাক শুনে বর্ষা কন্যা
     থাকতে কি আর পারে?
তড়িৎ বেগে আসলো কন্যা
    সাজ সজ্জা করে।


বর্ষা কন্যার বজ্রকন্ঠে
   আকাশ গেল চিরে,
ভয় পেয়ে বকের দল
  যাচ্ছে নীড়ে ফিরে।


বর্ষা কন্যার মেঘের বন্যা
     বইল অবনীতে,
সবুজ বনে শীতল হাওয়া
    ঢেউ খেলে ধানক্ষেতে।


     বর্ষা কন্যার সাদা ওড়না
        উড়লো আকাশ জুড়ে,
তাই দেখে বসুমতি
  হাসল উচ্চস্বরে।